Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

। মরহুম  হোসেন আলী ডিপ্ট্রি সাবেক ডেপুটি ম্যাজিষ্টে গ্রাম:গোপালপুর,পো:কাশিগঞ্জ,ত্রিশাল,ময়মনসিংহ।

 

বিশিষ্ট ব্যক্তিত্ব:

  1. মরহুম  হোসেন আলী সাবেক ডেপুটি ম্যাজিষ্টে

পিতা:

  

মাতা:

 

ঠিকানা:

গ্রাম- গোপালপুর(ছনকান্দা),পো:কাশিগঞ্জ,উপজেলা:ত্রিশাল,জেরা:ময়মনসিংহ।

জন্ম:

১৯/০১/১৯৩৮

 

১৯৬০ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় তৎকালীন পাকিস্থানে  প্রথম স্থান অধিকার করেন। তিনি ১৯৬৭ সালে লন্ডন স্কুল অব ইকোনোমিক্স থেকে ডেভেলাপমেন্ট এডমিনিস্ট্রেসন বিষয়ে ডিস্টিংসহ ডিপ্লোমা অর্জন করেন। ১৯৭০ সালের ভোলার প্রলয়ংকারী ঘূর্নি ঝড়ে নিরলস ত্রান তৎপরতা চালিয়ে দেশে বিদেশে প্রশংসিত হন। তিনি ৪টি জেলার জেলা  প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৪টি মন্ত্রনালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পূর্ন মন্ত্রীর মর্যাদায় প্রাক্তন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন।